ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৬ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জ, ফতুল্লা, মুন্সীগঞ্জ, হরিপুর, কাচপুরসহ শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে আজ শুক্রবার (১৬ এপ্রিল) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুরে গ্যাসের চাপ কম থাকবে।

হরিপুরে গ্যাস পাইপলাইনের ভালভ প্রতিস্থাপন কাজের জন্য গ্যাস বন্ধ থাকবে বলে তিতাস গ্যাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) হরিপুরে ভালভ প্রতিস্থাপন কাজ করবে। এজন্য আজ ১৬ এপ্রিল ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখা হবে। এ কারণে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।

শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে কাচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও এর পার্শ্ববর্তী এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি